জীবন সহজও নয় জটিলও নয়। জীবন জীবনের মতো। আমরাই একে জটিল করি।
ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মত শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর।
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? যার কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শেখ।
প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম।
কষ্টকে ডেকে বললাম আমায় কেন ছারিস না। উত্তরে সে আমায় বলল ছেরে যেতে পারি না।
পৃথিবীর কিছু মানুষ জন্ম থেকে অতৃপ্ত। এদেরকে তৃপ্ত করার চেষ্টাও বোকামি। ওরা অতৃপ্ত থেকেই তৃপ্ত হয়।
কষ্ট তুমি এত নিষ্টুর কেন? মানুষের প্রতি এত নির্দয় কেন?
করুণাও একধরণের ভালোবাসা, তবে তা ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়।
কখনো রঙীন-কখনো ধূসর কখনো বা কালো-সাদা, কখনো জীবন স্বপ্নের মত কখনো বা বিশাল ধাঁ ধাঁ!!
শহরের সাথে গ্রামের এই বুঝি পার্থক্য। শহরে দৃষ্টি আটকে যায়, গ্রামে যায় না।
ফুল ফোটে বাগানে প্রেম করে গোপনে প্রথম প্রেম বেঙে গেলে সুখ হয়না জীবনে।
যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না।
ধূলোজমা অন্ধকারে কান পেতে মাঝে মাঝেই তোর করুণ গান শুনি।
বড়ো বকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে।
জীবনে পাওয়ার মত আর কিছু চাই না হারিয়ে ফেলছি তুমাকে আর পিছু ফিরে তাকাবোনা..!
হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে।
পরিপূর্ণতা তোমার জন্য, শূন্যতা নাহয় আমারই থাক।
(সংগ্রহীত)

0 মন্তব্যসমূহ