বিবেকহীন শহরে কান্না করাও নিষেধ... সবাই বলবে ওই দেখো নেকামো করছে।
যেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি, সেই মানুষটি সত্যিই একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে দেয়।
কিছু মানুষের হাসি সূর্য্যের মতো, দিন শেষে আর দেখা যায় না।
কতটা তেপান্তর পার হলে সোনালী সন্ধ্যা নামে। কতটা বেদনা বহন করলে চোখের কোনে অশ্রু জমে।
অভিমান করে যখন বলি তুমি আমাকে আর ফোন করবে না, কিন্তু ঠিকই মোবাইল হাতে নিয়ে তার ফোনের অপেক্ষা করার নামই ভালোবাসা।
আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পরে আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে।
ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে, সেই ভালোবাসা মধুর হয়। কেননা, হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়।
তুমি একদিন আমার মত কষ্ট পাবে তুমিও আমার মত চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো? যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে।
সারা জীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয়, এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে।
তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে। যতবার তাকিয়েছি, এক মুহূর্তের জন্যও মনে হয় নি এই নিষ্পাপ চোখ দুটো বেইমানী করতে জানে।
মেয়েরা হচ্ছে জন্মদাত্রী জননী। হাজার ভুল করলেও এদের উপর রাগ করতে নেই। এদের উপর রাগ করাটাই কাপুরুষতা।
কাউকে যদি সত্যি ভালোবাস, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য, সবসময় সে অপেক্ষায় বসে থাকে!!
পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো, লোভে চকচক করা চোখ। আর সবচেয়ে সুন্দর দৃশ্য, গভীর মমতায় আদ্র প্রেমিকার চোখ।
কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।
মানুষের বিপদে এখন আর মানুষ এগিয়ে আসে না। এই যুগের নীতি হচ্ছে বিপদগ্রস্থ মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়া। যে যত দূরে যাবে তত ভালো থাকবে।
হাজার কষ্টের মাঝে হাজারো ভুলের মাঝে যে relation রয়ে যায় সেটা হলো real relation আর একটু ভুলের মাঝে যে relation হারিয়ে যায় তা হলো অভিনয়।
মেয়ে জাতটা বড়ো অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে।
জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে জানিনা এই সরল মনে কার জায়গা হবে. শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব. সারা জীবন তাকেই ভালবাসবো !
সম্পর্কের বন্ধন ঠিক পেরেকের প্যাচের মতো। একবার যদি প্যাচ কেটে যায়, তা আর যত চেষ্টাই করো না কেন আগের মতো মজবুত হবে না। হয়তো কৌশলে বা বল প্রয়োগে তা দেখতে আগের মতো থাকবে কিন্তু ভেতরটা দেখলে একদম নড়বড়ে।
যদি সময়ের সাথে সাথে ভালবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র।
(সংগ্রহীত)

0 মন্তব্যসমূহ